গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন | সারাদেশ

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান বইটি বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজর আলী, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন প্রমুখ।
অনুষ্ঠানে ২০২০ ও ২০২১ সালে দেশোত্ববোধক গানে প্রেসিডেন্ট পুরষ্কারপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিবা ইসলাম রুদিতাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাজহার, বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান করুণা, আনিকা ইসলাম ফারিয়া ও ইফরাত জাহান জেরিন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার জানান- গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিদ্যালয়ের শতাধিক কৃতি শিক্ষার্থীদের জন্য বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান বইটি উপহার দিয়েছেন।